জনাব মোঃ জাহাঙ্গীর আলম

সভাপতি, মেট্রো স্কুল এন্ড কলেজ
মাননীয় সভাপতি মহোদয়ের বানী
বিসমিল্লাহির রাহমানির রাহিম
পরম করুনাময় আল্লাহ তায়ালার নামে আরম্ভ করছি,
এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় প্রথম সোপান হল শিক্ষা। সুশিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষার মাধ্যমেই তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক। শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম,মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ রূপে গড়ার ক্ষেত্রে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। আর এই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে মেট্রো স্কুল এন্ড কলেজ।
বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর । বর্তমান সময়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যবস্থা আমূল বদলে দিয়েছে । যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি সাধন করেছে এ তথ্য যোগাযোগ প্রযুক্তি। পৃথিবী আজ বিশ্বায়নের এমন চরম উৎকর্ষতায় পৌঁচেছে যখন প্রতিটি প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য। বর্তমান সময়ে একটি ওয়েবসাটের গুরুত্ব কতটা তা আসলে ভাষায় প্রকাশ করাটা কঠিন। যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই সেসব প্রতিষ্ঠানকে আর স্মার্ট বলা হচ্ছে না কারণ সেসব প্রতিষ্ঠান আধুনিক প্রযুক্তি নির্ভর যোগাযোগ ব্যবস্থা থেকে অনেকটাই বঞ্চিত। একটি মানসম্মত ওয়েবসাইট যে কোন প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেব কার্যকরী ভূমিকা পালন করতে পারে।
একটি ওয়েবসাইটের মাধ্যমে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের সকল হালনাগাদ তথা খুব সহজেই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারী পেয়ে যাবে মুহুর্তের মধ্যেই। নোটিশ, রেজাল্ট, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা/কর্মচারীদের উপস্থিতি- এর সবকিছুই সবাই জানতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক এই সময়ে আর দশটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের মত শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যাপক গুরুত্ব বহন করছে। মেট্রোপলিটন ও শহর নগর এলাকার শিক্ষার্থীরা প্রায় সব দিক থেকেই বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে থাকে। শহরে প্রায় প্রতিটি ছাত্র-ছাত্রী পড়াশোনায় বিভিন্নভাবে প্রযুক্তির সহযোগীতা নেয়। এই সময়ে আধুনিক প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ওয়েসাইট করেছে। সরকারের পক্ষ থেকেও সুবর্ণ উদ্যোগ নেয়া হচ্ছে। শত শত, হাজার হাজার শিক্ষার্থীকে উপযুক্ত তথ্য দিয়ে সহায়তা করতে শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডেভেলপ করার বিকল্প নেই। এ প্রয়াসেই মেট্রো স্কুল এন্ড কলেজেও নিজস্ব ওয়েবসাইট ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ ওয়েবসাইটে যে বিষয়গুলোর উল্লেখ রয়েছে তা সম্পূর্ণভাবেই আধুনিক ও গতিশীল শিক্ষা কার্যক্রমের জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি।
শিক্ষার ক্ষেত্রে অত্র প্রতিষ্ঠানে অনুসরণ করা হচ্ছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত বিভিন্ন ধরণের আধুনিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রচেষ্টা অব্যাহত আছে। ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জন এবং ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সবাই একযোগে কাজ করে এ প্রতিষ্ঠানকে একটি সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী।
মোঃ জাহাঙ্গীর আলম
সভাপতি
মেট্রো স্কুল এন্ড কলেজ